ফেনীর দাগনভূঞায় ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের দুই কর্মচারীর কাছ থেকে র্যাব পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঞা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সড়কের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় ও ব্যাংক সূত্রে জানা যায়, বেকেরবাজার এজেন্ট ব্যাংকিং সেবাকেন্দ্রের দুই কর্মী দাগনভূঞা শাখা থেকে ৮ লাখ টাকা উত্তোলন করে সিএনজি অটোরিকশাযোগে ফিরছিলেন। পথে মাতুভূঞা ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের গতিরোধ করেন। পরে কর্মচারীদের মারধর করে একটি প্রাইভেটকারে তুলে চোখ বেঁধে টাকাগুলো ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
অভিযোগ অনুযায়ী, পরে দুই কর্মীকে নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি এলাকায় ফেলে পালিয়ে যায় তারা।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        