চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে সাক্ষাৎ করেছেন চবি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে চবি উপাচার্যের দপ্তরে তারা এ সাক্ষাৎ করেন।
এ সময় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে হালদা ল্যাবরেটরির বিগত দিনের সফলতা, অগ্রগতি ও ব্যবস্থাপনা নিয়ে অবহিত করেন ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ও চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া।
চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে ধন্যবাদ জানিয়ে হালদা ল্যাবের উন্নতির জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন আইডিএফ'র নির্বাহী পরিচালক মোহাম্মদ জহিরুল আলম, প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর শহীদুল আমীন চৌধুরী, চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ও হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন