বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এ. জিন্নাহ কবীর বলেছেন, নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করছে। তারা দরিদ্র ও অসহায় লোকদের নগদ অর্থ, চাউল-ডাল দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনকি ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলেও প্রচার করা হচ্ছে। কিন্তু কারো মিথ্যা কথায় বিশ্বাস করা যাবে না।
বৃহস্পতিবার বিকালে জেলার শিবালয় উপজেলার টেপরা এলাকায় তারেক জিয়ার ৩১ দফা প্রচার ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জিন্নাহ কবীর বলেন, দেশকে ভালোবাসলে সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আর এ জন্যই সকল ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
শিবালয় উপজেলা ওলামা দলের সভাপতি কারারি মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমানসহ আলেম-ওলামাবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        