ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, এখনো একটি দল নানান অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা ফেব্রুয়ারির নির্বাচন পেছাতে চাইছে। তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে।
গতকাল ঢাকা-৫ আসনের ৭০ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে বিএনপির স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে উঠান বৈঠক ও গণসংযোগকালে তিনি একথা বলেন। এ সময় নবীউল্লাহ নবী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
নবীউল্লাহ নবী বলেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশে অরাজকতা সৃষ্টি করে, ষড়যন্ত্র করে এ জোয়ার থামানো যায় না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ষড়যন্ত্র করে নির্বাচনও ঠেকানো যাবে না।
বিডি প্রতিদিন/নাজিম