চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে বিলকিস আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। নিহত পৌর এলাকার কোরবান আলি হাজি বাড়ির প্রবাসী মুহাম্মদ আব্বাসের স্ত্রী।
ভূজপুর থানার ওসি মাহাবুবুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল হতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল। লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন ছিল না। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহত গৃহবধূর মানসিক সমস্যা ছিল। তিনি এর আগেও বাপের বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেছিল। নিজ শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন দেখলে ঘটনা জানাজানি হয়। পরে ভূজপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এএম