কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এক বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। গত ২৮ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তে তাকে অপসারণ করা হয়।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ আগস্ট থেকে ড. জহুরুল ইসলাম অনুমতি ছাড়া অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে একই বছরের ৯ ডিসেম্বর শিক্ষাছুটি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তে তাকে এক মাসের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তিনি যোগ দেননি।
পরে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৬৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সর্বশেষ ২৮ আগস্ট অনুষ্ঠিত ২৭০তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে ২০২৪ সালের ২১ আগস্ট থেকে চাকরি থেকে অপসারণ করা হয়।
প্রসঙ্গত, অধ্যাপক জহুরুল বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ডেকোটায় ইন্সট্রাকশনাল ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিষয়ে এমএস ডিগ্রিতে অধ্যয়ন করছেন। গত ২২ জানুয়ারি সেখান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নিয়মবহির্ভূতভাবে তার ছুটি বাতিল করা হয়েছে, ছুটির আবেদনও মঞ্জুর করা হয়নি এবং তাকে না জানিয়েই বেতন বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশের বাইরে থাকায় তার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/জামশেদ