রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথমবর্ষের ভোটাধিকারের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
এতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, এই প্রধান নির্বাচন কমিশনার অ্যালামনাই নির্বাচনে ছাত্রদের ভোটাধিকার কেড়ে নেওয়ার মূল কারিগর ছিলেন। রাকসুর সুষ্ঠু নির্বাচন বিতর্কিত এবং অন্ধকারে ভোট কারচুপির জন্যই তাকে ফের এ পদে বসানো হয়েছে। পরিকল্পিতভাবে হাজার হাজার শিক্ষার্থীর ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা নির্বাচনে অংশ নিতে চাই। সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবর্ষের পাশাপাশি মাস্টার্স ও ছাত্রনেতাদের ভোটাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, কমিশন সকালে এক সিদ্ধান্ত, রাতে আরেক সিদ্ধান্ত নিচ্ছে। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ভোটার তালিকা হয়নি। অথচ মনোনয়ন বিতরণ হচ্ছে। নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। সার্বিক প্রস্তুতি ছাড়া ছাত্রদল এমন সিদ্ধান্ত মেনে নেবে না। আমরা চাই সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন।
এর আগে, ২৬ আগস্ট কমিশনের জরুরি সভায় ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়ন উত্তোলন সময় বৃদ্ধি করা হয়। সেদিনই ছবিযুক্ত ভোটার তালিকা ও ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। তবে প্রথমবর্ষের কারো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে জানায় কমিশন।
২৭ আগস্ট দুপুরে কমিশনের আরেক জরুরি সভায় ২৮ সরপ্টেম্বর ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়। তবে দুর্গাপূজা থাকায় এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। দাবির মুখে সেদিন রাতে ফের সিদ্ধান্ত পরিবর্তন হয় এবং ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণের ঘোষণা দেয় কমিশন।
সংশোধিত তফসিল অনুসারে, মনোনয়ন দাখিল ১-৪ সেপ্টেম্বর, ৮ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৯ সেপ্টেম্বর আপত্তিগ্রহণ ও নিষ্পত্তি, ১০ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার, ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ২৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই