আন্তর্জাতিক ডেটা সায়েন্স অলিম্পিয়াড (IDSOL) ২০২৫-এ ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল ‘নিউরাল নিনজাস’ (Neural Ninjas)।
দলটির নেতৃত্বে ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অপূর্ব কুমার। দলের অপর দুই সদস্য দীপংকর মিত্র (ওয়েব ও এআই ইন্টিগ্রেশন বিশেষজ্ঞ) এবং আবরার ফাইয়াজ (মেশিন লার্নিং গবেষক) বুয়েটের একই বিভাগের শিক্ষার্থী।
তাদের উদ্ভাবিত প্রকল্প Urbanova কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্যাটেলাইট ডেটা ব্যবহার করে শহর পরিকল্পনা, বায়ু মান ও তাপমাত্রা বিশ্লেষণের একটি স্মার্ট সিস্টেম তৈরি করেছে। প্রকল্পটির লক্ষ্য—AI-নির্ভর টেকসই ও মানবিক নগর গঠন।
অপূর্ব কুমার বলেন, “সারা বিশ্বের সেরাদের মাঝে দাঁড়িয়ে বুয়েটকে উপস্থাপন করতে পারাটা আমার জীবনের গর্বের মুহূর্ত। এই সাফল্য শুধু আমাদের নয়, বরং বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য অনুপ্রেরণা।”
Urbanova প্রকল্পে দীপংকর মিত্র ওয়েব ও এআই ইন্টারফেস উন্নয়নে নেতৃত্ব দেন, আর আবরার ফাইয়াজ কাজ করেন মেশিন লার্নিং মডেল ও ডেটা বিশ্লেষণ অংশে। তাদের বিশ্লেষণের মাধ্যমে স্যাটেলাইট ইমেজ থেকে শহুরে সবুজ এলাকা, বায়ু দূষণ ও তাপমাত্রার পরিবর্তনের প্যাটার্ন শনাক্ত করা সম্ভব হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক