আওয়ামী লীগকে নির্বাচনে রাখা না হলেও তাদের ভোট কারো কারো মাথাব্যথার কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান। সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এ প্রসঙ্গে মন্তব্য করেন তিনি।
শহীদ খান বলেন, ‘যারা আওয়ামী লীগকে একটা মাফিয়া পার্টি মনে করেন এবং তাদের নিষিদ্ধ করার পক্ষে, তারাও শেষ পর্যন্ত বলেন যে ২০-২৫ পারসেন্টের নিচে তো লীগের ভোট নাই। এখন যদি আপনি ২০-২৫ পারসেন্ট হিসাব করেন ভোট ব্যাংকে তাহলে ১২ কোটি ভোটারের ২৫ পারসেন্ট হল তিন কোটি। আর তিন কোটি ভোটার মানেই তো হচ্ছে তিন কোটি পরিবার। তো এই হিসেবে আওয়ামী লীগ একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে বা তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, এটা তো না।’
নির্বাচনে আওয়ামী লীগের ভোটব্যাংক অনেকেই ভয় পাচ্ছে উল্লেখ করে শহীদ খান বলেন, ‘যখনই আপনি একটা নির্বাচন করবেন, নির্বাচনে তো সকলেই ক্রিয়াশীল হয়ে যাবে। নির্বাচনটা ওপেন থাকবে। তবে যেভাবে আওয়ামী লীগকে এখন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে যে ব্যালটে তাদের মার্কা থাকবে না অর্থাৎ তারা নির্বাচনের প্রতিনিধিত্ব করতে পারছেন না, ভবিষ্যতে কি হবে এটা তো আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যেই সমর্থনটা কারো কারো মাথাব্যথার কারণ হতে পারে। কারো কারো জুজুর ভয় হতে পারে। কারো কারো ভূতের ভয় হতে পারে।
বিডি প্রতিদিন/জুনাইদ