জমজমাট চলছে ইউএস ওপেন। আর সেই উত্তাপে নতুন করে আলোচনায় উঠে এসেছেন নোভাক জকোভিচ। একে একে বিদায় নিয়েছেন রজার ফেদেরার, রাফায়েল নাদালরা। তবে ৩৮ বছর বয়সেও এখনও টেনিস কোর্টে দুর্দান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন জকোভিচ। এবার ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে জয় তুলে নিয়ে ভেঙে দিলেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের একটি রেকর্ড।
নিউ ইয়র্কে অনুষ্ঠিত ম্যাচে সার্বিয়ান এই তারকা ৬-৭, ৬-৩, ৬-৩, ৬-১ সেটে হারিয়েছেন জাকারি সাজদাকে। এই জয়ের ফলে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে পা রেখেছেন জকোভিচ, যা ছিল তার ক্যারিয়ারের ৭৫তম তৃতীয় রাউন্ডে ওঠা কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে। এতদিন এই রেকর্ড ছিল ফেদেরারের দখলে ৭৪ বার।
এই ম্যাচের আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেলেছেন জকোভিচ। গ্র্যান্ড স্ল্যামের হার্ড কোর্টে এটি ছিল তার ১৯১তম জয়। একই সংখ্যক জয়ের রেকর্ড রয়েছে ফেডেরারেরও। অর্থাৎ তৃতীয় রাউন্ডে জয় পেলে ফেডেরারকে ছাড়িয়ে এই রেকর্ডেও এককভাবে শীর্ষে উঠে যাবেন জকোভিচ।
রেকর্ড গড়ার পর প্রতিক্রিয়ায় জকোভিচ বলেন, “অনেকেই ভাবতে পারেন, আমার আর কিছুই পাওয়ার নেই। কিন্তু আমি মনে করি, এটা পুরোপুরি দৃষ্টিভঙ্গির ব্যাপার। কে কীভাবে দেখছেন, সেটাই আসল।”
বিডি প্রতিদিন/মুসা