সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলীয় ৮ রানের মাথায় রোমারিও শেফার্ডের বলে এলবিডল্লিউ’য়ের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন সাইফ হাসান। আউট হওয়ার আগে ৬ বলে ৩ রান করেন।
এরপর সাইফের দেখানো পথ ধরেন দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য সরকার। তিনি রস্টোন চেসের বলে ক্যাচআউট হওয়ার আগে করেন ৬ বলে ৪ রান। ফলে দলীয় ৮ রানের মাথায় ২ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছে মিরাজবাহিনী। তবে সে ধাক্কা কাটিয়ে উঠতে মাঠে নেমেছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৬ রান।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।
ম্যাচে প্রথমবারের মতো টাইগার দলে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে দলে জায়গা হারিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। জায়গা হয়নি মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানাদের। একাদশে ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলের লক্ষ্য আবারও জয়ের ট্র্যাকে ফিরে আসা। টানা ৫টি ওয়ানডে সিরিজ হারের পর তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো করার প্রত্যাশা মেহেদী হাসান মিরাজদের।
বিডি-প্রতিদিন/বাজিত