টটেনহ্যামে থাকাকালে ডেলে আলির প্রতিভায় মোহিত ছিল ইংল্যান্ডসহ গোটা ফুটবল দুনিয়া। গোল স্কোরিং দক্ষতার জন্য যেকোনো সময় ম্যাচের ভাগ্য পাল্টে দিতে পারতেন তিনি। তাকে থাকাতে প্রতিপক্ষ দলগুলোকে তাই বাড়তি পরিকল্পনা সাজাতে হতো। মাঠে ডেলে আলি এতটাই দুর্দান্ত ছিলেন যে, তাকে দলে টানতে বার্সেলোনাকে পরামর্শ দিয়েছেন খোদ সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ভাবা যায়! সেই ডেলে আলিই কিনা ফুটবলকে বিদায় বলে দেওয়ার কথা ভাবছেন মাত্র ২৯ বছর বয়সে।
ইতালিয়ান সংবাদমাধ্যম লা গেজেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, কোমোর প্রথম দল থেকে বাদ পড়ার পর এখন তার ভবিষ্যৎ ঝুলে রয়েছে। কোচ সেস্ক ফ্যাব্রেগাসের পরিকল্পনা থেকে বাদ পড়ায় তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ছয় মাস আগে ফ্রি ট্রান্সফারে এভারটন ছেড়ে কোমোতে যোগ দেন ২৯ বছর বয়সী ডেলে আলী। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে ১৮ মাসের চুক্তি করেন তিনি, যার মেয়াদ শেষ হবে আগামী বছর।
ইংল্যান্ডে চোট ও ছন্দপতনের কঠিন সময় পেরিয়ে ইতালিতে এসে এটা যেন ছিল তার জন্য নতুন শুরু। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।
বিডি প্রতিদিন/কেএ