বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করেছে বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় সাধারণ মানুষও।
রবিবার (৩ আগস্ট) সকালে বাগেরহাটের দশানী মোড়, ডিসি অফিসের সামনে, রামপালের ফয়লা এবং মোরেলগঞ্জে বিভিন্ন মহাসড়কে অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে খুলনা-বরিশাল ও মোংলা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
আসন পুনর্বহালের দাবিতে জেলা বিএনপি ও জামায়াত নেতারা জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে ডিসি অফিসের সামনেই অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
বক্তব্য দেন সাবেক সিনিয়র সচিব ড. শেখ ফরিদুল ইসলাম বাবলু, মশিউর রহমান, বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক এমপি শেখ মুজিবর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমসহ অন্যান্য নেতারা।
বক্তারা সংসদীয় আসন পুনর্বহাল না হলে ৫ আগস্ট থেকে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিডি প্রতিদিন/জামশেদ