জুলাই গণ অভ্যুত্থানের অগ্নিঝরা দিনগুলোতে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ ছিল আজকের দিনটি। গত বছরের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করা হয়। এদিন বিকাল সাড়ে ৫টায় সমন্বয়ক নাহিদ ইসলাম জনতার পক্ষ থেকে ঘোষণা করেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে আগামীকাল ৪ আগস্ট থেকে সারা দেশে অসহযোগ চলবে। এই আন্দোলন সরকারের পতন না হওয়া পর্যন্ত চলমান থাকবে।’ সঙ্গে সঙ্গে সমবেত ছাত্র-জনতা স্লোগান শুরু করে ‘এখনি এখনি, স্টেপ ডাউন হাসিনা’, ‘শেখ হাসিনা গদি ছাড়, গদি কী তোর বাপ দাদার?’, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’। এক দফা ঘোষণার পর এক দিন পরই জনতার রোষে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেদিন শহীদ মিনারের ওই সমাবেশ হয়ে উঠেছিল বাংলাদেশের জনগণের ঐক্যের প্রতীক। বিকাল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টা থেকেই শহীদ মিনার চত্বরে উপস্থিত হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দুপুর আড়াইটার দিকে শহীদ মিনারের সামনের সড়কে অবস্থান নেন একদল রিকশাচালক। তারা রিকশার ওপর দাঁড়িয়ে শিক্ষার্থীদের দাবিতে কণ্ঠ মেলান। আন্দোলনকারী শিক্ষার্থীদের কেউ কেউ এসে তাদের স্লোগানে নেতৃত্ব দেন। একক বা দলীয়ভাবে অভিভাবকদেরও আসতে দেখা যায়। তারা জানান, সন্তানদের ন্যায়সংগত আন্দোলনে সংহতি জানাতে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারাও রাজপথে থাকার ঘোষণা দেন। বিকাল ৩টায় জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের এলাকা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও রাজধানীর আশপাশের শিক্ষার্থীরা আইডি কার্ড গলায় ঝুলিয়ে শহীদ মিনারে সমবেত হন। ছাত্র-জনতার সম্মিলিত স্লোগানে প্রকম্পিত হয় শহীদ মিনারসহ ঢাকার রাজপথ। ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘এখনি এখনি, স্টেপ ডাউন হাসিনা’, ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব দে’, ‘আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘শেখ হাসিনা গদি ছাড়, গদি কী তোর বাপ দাদার?’, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো একসাথে,’ এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার থেকে ইথারে ভেসে দেশময়। ৩ আগস্ট আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। সমাবেশে আরও বক্তব্য দেন সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মাহিন সরকার, আবু বাকের মজুমদার প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন, কানাডা প্রবাসী অধ্যাপক কাজী জহিরুল ইসলাম, আইনজীবী মানজুর আল মতিন ও অভিনেত্রী আজমেরি হক বাঁধন। আক্ষরিক অর্থেই সমাবেশস্থলে সেদিন যেন তিল ধারণের ঠাঁই ছিল না। শহীদ মিনারের সামনে ও পাশের সড়ক থেকে শুরু করে দোয়েল চত্বর, পলাশী, টিএসসি হয়ে শাহবাগ থেকে শেখ রাসেল টাওয়ার পর্যন্ত সড়ক ছিল বিভিন্ন বয়সের মানুষের স্লোগানে স্লোগানে মুখর। সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধে এদিন রাজধানী ঢাকাসহ কার্যত অচল হয়ে গিয়েছিল সারা দেশ। ফ্যাসিস্ট শেখ হাসিনা এদিন সকালে আন্দোলনকারীদেরকে আলোচনার জন্য আহ্বান জানালেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তা প্রত্যাখ্যান করেন। লাশের ওপর দিয়ে কোনো আলোচনা হতে পারে না বলে জানান তারা। ফলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে আওয়ামী সমর্থক গোষ্ঠী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, হামলায় উত্তাল হয়ে ওঠে দেশ। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক অবরোধ করেন ছাত্র-জনতা। আগুন দেওয়া হয় মন্ত্রী-এমপিদের বাড়িতে, পুলিশ বক্সে। লাখ লাখ ছাত্র-জনতার মিছিল আর স্লোগানে পুলিশ, ছাত্রলীগের হামলায় রণক্ষেত্র হয়ে ওঠে পুরো দেশ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ একাধিক কর্মসূচি পালন করবে দেশের রাজনৈতিক দলগুলো। ছাত্র-জনতার গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা বিপ্লবীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শীর্ষক সমাবেশ করবে। রাজধানীর শাহবাগে ছাত্রসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শিরোনাম
- মালয়েশিয়ায় বন্দী বাংলাদেশির পরিচয় জানতে হাইকমিশনের বিজ্ঞপ্তি
- ছিনতাই হওয়া মোবাইল যায় কোথায়
- সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
- ইসরায়েল জলদস্যুতা করেছে : এরদোয়ান
- ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই
- জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
- বাড্ডা থানায় নতুন ওসি
- তিন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
- পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশ নারী দলের
- স্কুবা ডাইভিংয়ে নয়, মৃত্যুসনদে জুবিন গার্গের মৃত্যুর কারণ ভিন্ন
- গাজাগামী সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করল ইসরায়েল
- রুবিয়া-নিগারের ব্যাটে জয় ছোঁয়া দূরত্বে বাংলাদেশ
- গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
- গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকে যেভাবে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করল ইসরায়েল
- দশমীতে সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী শুভশ্রী, কোয়েল, কাজল, ঋতুপর্ণা
- দেশকে উন্নতির শিখরে নিতে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শিমুল বিশ্বাস
- হিলি সীমান্তে পূজার আনন্দে ভিড় জমালেন হাজারো দর্শনার্থী
- দিনাজপুরে বিজয়া দশমী: সিঁদুর খেলায় রঙিন বিদায়ের উৎসব
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৯৮৩
- নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, ইলিশশূন্য শতাধিক ট্রলার ফিরল শরণখোলায়
পদত্যাগের এক দফা, শহীদ মিনারে মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্যে কী আছে?
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হস্তক্ষেপের নিন্দা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম