জুলাই গণ অভ্যুত্থানের অগ্নিঝরা দিনগুলোতে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ ছিল আজকের দিনটি। গত বছরের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করা হয়। এদিন বিকাল সাড়ে ৫টায় সমন্বয়ক নাহিদ ইসলাম জনতার পক্ষ থেকে ঘোষণা করেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে আগামীকাল ৪ আগস্ট থেকে সারা দেশে অসহযোগ চলবে। এই আন্দোলন সরকারের পতন না হওয়া পর্যন্ত চলমান থাকবে।’ সঙ্গে সঙ্গে সমবেত ছাত্র-জনতা স্লোগান শুরু করে ‘এখনি এখনি, স্টেপ ডাউন হাসিনা’, ‘শেখ হাসিনা গদি ছাড়, গদি কী তোর বাপ দাদার?’, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’। এক দফা ঘোষণার পর এক দিন পরই জনতার রোষে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেদিন শহীদ মিনারের ওই সমাবেশ হয়ে উঠেছিল বাংলাদেশের জনগণের ঐক্যের প্রতীক। বিকাল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টা থেকেই শহীদ মিনার চত্বরে উপস্থিত হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দুপুর আড়াইটার দিকে শহীদ মিনারের সামনের সড়কে অবস্থান নেন একদল রিকশাচালক। তারা রিকশার ওপর দাঁড়িয়ে শিক্ষার্থীদের দাবিতে কণ্ঠ মেলান। আন্দোলনকারী শিক্ষার্থীদের কেউ কেউ এসে তাদের স্লোগানে নেতৃত্ব দেন। একক বা দলীয়ভাবে অভিভাবকদেরও আসতে দেখা যায়। তারা জানান, সন্তানদের ন্যায়সংগত আন্দোলনে সংহতি জানাতে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারাও রাজপথে থাকার ঘোষণা দেন। বিকাল ৩টায় জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের এলাকা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও রাজধানীর আশপাশের শিক্ষার্থীরা আইডি কার্ড গলায় ঝুলিয়ে শহীদ মিনারে সমবেত হন। ছাত্র-জনতার সম্মিলিত স্লোগানে প্রকম্পিত হয় শহীদ মিনারসহ ঢাকার রাজপথ। ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘এখনি এখনি, স্টেপ ডাউন হাসিনা’, ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব দে’, ‘আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘শেখ হাসিনা গদি ছাড়, গদি কী তোর বাপ দাদার?’, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো একসাথে,’ এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার থেকে ইথারে ভেসে দেশময়। ৩ আগস্ট আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। সমাবেশে আরও বক্তব্য দেন সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মাহিন সরকার, আবু বাকের মজুমদার প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন, কানাডা প্রবাসী অধ্যাপক কাজী জহিরুল ইসলাম, আইনজীবী মানজুর আল মতিন ও অভিনেত্রী আজমেরি হক বাঁধন। আক্ষরিক অর্থেই সমাবেশস্থলে সেদিন যেন তিল ধারণের ঠাঁই ছিল না। শহীদ মিনারের সামনে ও পাশের সড়ক থেকে শুরু করে দোয়েল চত্বর, পলাশী, টিএসসি হয়ে শাহবাগ থেকে শেখ রাসেল টাওয়ার পর্যন্ত সড়ক ছিল বিভিন্ন বয়সের মানুষের স্লোগানে স্লোগানে মুখর। সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধে এদিন রাজধানী ঢাকাসহ কার্যত অচল হয়ে গিয়েছিল সারা দেশ। ফ্যাসিস্ট শেখ হাসিনা এদিন সকালে আন্দোলনকারীদেরকে আলোচনার জন্য আহ্বান জানালেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তা প্রত্যাখ্যান করেন। লাশের ওপর দিয়ে কোনো আলোচনা হতে পারে না বলে জানান তারা। ফলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে আওয়ামী সমর্থক গোষ্ঠী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, হামলায় উত্তাল হয়ে ওঠে দেশ। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক অবরোধ করেন ছাত্র-জনতা। আগুন দেওয়া হয় মন্ত্রী-এমপিদের বাড়িতে, পুলিশ বক্সে। লাখ লাখ ছাত্র-জনতার মিছিল আর স্লোগানে পুলিশ, ছাত্রলীগের হামলায় রণক্ষেত্র হয়ে ওঠে পুরো দেশ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ একাধিক কর্মসূচি পালন করবে দেশের রাজনৈতিক দলগুলো। ছাত্র-জনতার গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা বিপ্লবীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শীর্ষক সমাবেশ করবে। রাজধানীর শাহবাগে ছাত্রসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শিরোনাম
- ‘অভিনন্দন লিজেন্ড’— শাহরুখকে এ আর রহমান
- কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা
- ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
- ১২ দিন পর রবিবার খুলছে মাইলস্টোন কলেজ
- এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে
- চাঁদপুরে ৩ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান
- বাগমারায় শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
- আবারও পদ্মার ভাঙনে দিশেহারা কয়েক হাজার মানুষ
- সন্তানের শেষ মুহূর্তের গল্পে কাঁদলেন ‘জুলাইয়ের মায়েরা’
- পায়ের আঙুল এনে হাতে প্রতিস্থাপন, কুমিল্লার চিকিৎসকদের সাফল্য
- পণ্যে ২০ শতাংশ মার্কিন কাঁচামাল থাকলে শুল্ক লাগবে না : বিজিএমইএ সভাপতি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে দুই মরদেহ উদ্ধার
- পুণ্ড্র ইউনিভার্সিটির ইইই বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
- হেফজখানায় বসুন্ধরা শুভসংঘের কুরআন শরীফ বিতরণ
- এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির
- বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি
- গর্ভবতী স্ত্রীর চিকিৎসার টাকার জন্য ভ্যানচালককে খুন
- অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ৫, রেললাইন অবরোধ করে বিক্ষোভ
- নওগাঁ ইসলামিয়া চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের উদ্বোধন
- রাঙামাটিতে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের পরিচিতি সভা