গুজরাটের ভুজ এলাকায় যেখানে আমির খান তার জনপ্রিয় সিনেমা ‘লগান’-এর শুটিং করেছিলেন, ২৫ বছর পর আবারও সেখানে গেলেন তিনি। তবে এবার নতুন কোনো সিনেমার কাজে নয়, নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জমিন পর’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজনেই সেখানে যান আমির।
‘সিতারে জমিন পর’ ছবির এই স্পেশাল প্রদর্শনীর জন্য গুজরাটের ভুজ এলাকার কুনারিয়া গ্রামকে বেছে নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল। তা হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে এই সিনেমা পৌঁছে দেওয়া। গ্রামটির একটি খোলা মাঠে সিনেমাটি দেখানো হয়। গ্রামবাসীর সঙ্গে মাটিতে বসে পুরো ছবি উপভোগ করেন আমির খান নিজেও।
এই প্রদর্শনী নিয়ে আমির খান বলেন, ‘আজ ‘লগান’র সময়কার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আমি সত্যিই চাই ‘সিতারে জমিন পর’ ভারতের প্রতিটি অঞ্চলে পৌঁছাক, বিশেষ করে যেখানে সিনেমা দেখার সুযোগ খুব কম।’
প্রদর্শনীর সময় আমির স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, গ্রামের নানা জায়গাও ঘুরে দেখেন। কুনারিয়া গ্রামে এই প্রথম কোনো সিনেমার আনুষ্ঠানিক প্রদর্শনী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ছিল আলাদা উচ্ছ্বাস।
‘সিতারে জমিন পর’ মুক্তি পেয়েছে গত ২১ জুন। পরিচালনা করেছেন এস প্রসন্ন। ছবিতে আমির খান অভিনয় করেছেন এক বাস্কেটবল কোচের চরিত্রে, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরদের নিয়ে একটি দল গঠন করে প্রতিযোগিতায় নামেন। ছবিতে আরও আছেন জেনেলিয়া।
বিডি প্রতিদিন/এমআই