জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ীতে ভিডিও প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শহীদ স্মৃতি চত্বরের বটতলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বর্ষপূর্তি উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের এম তানভীর। জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসান মাহমুদের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলাম রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মো. আলিমুজ্জামান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের এম তানভীর বলেন, অভ্যুত্থানে দীর্ঘ এক বছর অতিবাহিত হয়েছে। অভ্যুত্থানে যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই অপরাধীদের এখন পর্যন্ত বিচার করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের শাস্তির দাবি করেন তিনি।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘চেতনা শিল্পী গোষ্ঠীর’ শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। সংগীত শেষে জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এ সময় জেলা ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল