কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালন করতে জেলায় গঠিত জেলা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে অনুষ্ঠানে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কুড়িগ্রামে শহীদদের স্মরণে ৫ আগস্ট আলোচনা সভা, সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও দোয়াসহ নানা কর্মসূচি যথাযথভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিন বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাস্তবায়ন কমিটির সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-ই-খুদা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুর রাজ্জাক রনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল