বলিউডে চলছে ‘সাইয়ারা’ ঝড়। প্রেম, সংগীত আর তারুণ্যের আবেগ মিশিয়ে নির্মিত সিনেমাটি ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এ চলচ্চিত্রটি শুধু মন জয়ই করেনি, রীতিমতো আবেগের ঢেউ তুলেছে সিনেমা হলে। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে ১৮ জুলাই।
মুক্তির মাত্র দুই সপ্তাহে বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলে। এক কথায় ‘সাইয়ারা’ জ্বরে যেন পুড়ছে ভারতে যুব সম্প্রদায়। ভূয়সী প্রশংসা হচ্ছে ছবির নায়ক ও নায়িকা।
এক দিকে এই ছবির সাফল্য, অন্য দিকে চরম ব্যর্থতা, দেনার দায়ে ডুবে যান এ ছবির অভিনেতা। সন্তানকে একটি চকলেট পর্যন্ত কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। তিনি সাইয়ারা’ ছবিতে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেছেন— রাজেশ কুমার। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ।
‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘বা বহু ও বেবি’-সহ এমন অগণিত ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। বহু দিন পর ‘সাইয়ারা’ ছবিতে দেখা গেছে তাকে। এর মাঝে এক সময় দেনায় ডুবে গিয়েছিলেন অভিনেতা।
রাজেশ বলেন, ‘‘এক সময় এমন অবস্থা হয়েছিল যে, ব্যাংকে পড়ে ছিল মাত্র ২৫০০ টাকা। শুটিংয়ের জন্য লন্ডন থেকে মুম্বই আসা যাওয়া করলেও পকেটে টাকা নেই যে সন্তানদের জন্য কিছু কিনব। প্রায় ২ কোটি টাকার দেনা হয়েছে। এক পয়সা উপার্জন করতে পারিনি মাঝের কয়েকটা বছর।’’
কিন্তু কী কারণে এমন অবস্থা হয় রাজেশের! জানা গেছে, অভিনয়ের কাজ হাতে থাকলেও তিনি ব্যবসায় বেশ কিছু টাকা বিনিয়োগ করেছিলেন। সেখানেই ভরাডুবি হয় তার। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম