সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহ আলম ওরফে পাপ্পু (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওয়াসিম আকরামের নেতৃত্বে পুলিশের একটি দল মিজমিজি বাতানপাড়া বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার (৩ আগষ্ট) বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত শাহ আলম ওরফে পাপ্পু মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।
উল্লেখ্য, সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের দেখাশোনা (কেয়ারটেকার) করতেন সিরাজুল ইসলাম। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী পাপ্পু ও শুক্কুর তার কাছে নিয়মিত চাঁদা দাবি করতেন। ২০১৫ সালের ২৩ জুলাই ফের চাঁদা চাইতে এসে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা লাঠি দিয়ে সিরাজুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। উক্ত ঘটনায় নিহতের ছেলে মো. জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত পাপ্পু ও শুক্কুরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএম