এককভাবে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্তর্বর্তী সরকার ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে আজ ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শীর্ষক সমাবেশ করবেন তারা। বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এ সমাবেশ। প্রতিটি জেলা, উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এ সমাবেশ সফলভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দলীয় সূত্র জানায়, মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দেশের ৬৪ জেলার অসংখ্য জনপদ, গ্রামগঞ্জ, শহর-নগরে পথসভা করেছে এনসিপি। কথা বলেছে শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে। এক মাস ধরে পাওয়া নাগরিক ভাবনা ও তাদের চাওয়া-পাওয়াগুলো তুলে ধরা হবে দলের ইশতেহার আকারে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতিগুলো লিখিত আকারে জনগণের সামনে তুলে ধরবেন দলের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে আজকের দিনে গত বছর ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নাহিদ ইসলামের এক দফা ঘোষণাকেও স্মরণ করবে এনসিপি। দলের যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শীর্ষক সমাবেশটি নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র সমাপনী অনুষ্ঠান হিসেবে এনসিপির রাষ্ট্রভাবনা, ৩ আগস্টের এক দফার বর্ষপূর্তিসহ দলীয় ইশতেহার ঘোষণা করতে এ সমাবেশের আয়োজন করছে এনসিপি। জুলাই পদযাত্রায় দেশের জনগণ এনসিপি নেতৃত্বের প্রতি যে বিশ্বাস ও প্রত্যাশা ব্যক্ত করেছে তার প্রতিদান হিসেবে এনসিপি আজ দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের প্রতিশ্রুতিগুলো জানাবে। গত ২৯ জুন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম ৩ আগস্টের মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করা হলে এনসিপির পক্ষ থেকে এককভাবে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে বলে ঘোষণা করেন।