মাত্র ৩৬ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন মিশরের পেশাদার গোলরক্ষক মোহামেদ আবু-নাগা, যিনি ‘বোঁগা’ নামেই বেশি পরিচিত ছিলেন। শনিবার (২ আগস্ট) মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়ে গভীর শোক প্রকাশ করেছে।
বেশ কিছুদিন ধরেই লিভারজনিত জটিলতায় ভুগছিলেন আবু-নাগা। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার পাশাপাশি লিভারের অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার জন্ডিস ধরা পড়ে। অবস্থার সাময়িক উন্নতি হলেও শুক্রবার (১ আগস্ট) ফের অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। শনিবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গোলরক্ষক।
আবু-নাগা ছিলেন মিশরের ক্লাব ওয়াদি দেগলার গুরুত্বপূর্ণ সদস্য। চার বছর পর ক্লাবটি দেশটির শীর্ষ লিগে ফিরে আসে, যেখানে বড় ভূমিকা ছিল তার। গত মৌসুমে ওয়াদি দেগলার হয়ে তিনি খেলেছিলেন ২৯টি ম্যাচ। তার ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে গত ফেব্রুয়ারিতে আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মিশর জাতীয় দলে ডাক পান কোচ ওয়ালেদ রিয়াদের কাছ থেকে।
বিডি প্রতিদিন/মুসা