মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো ফ্লাইটে সহযাত্রীকে চড় মারায় এক যাত্রীকে আজীবন নিষিদ্ধ করেছে ইন্ডিগো এয়ারলাইনস। শুক্রবার ফ্লাইট ৬ই-২৩৮৭ ছাড়ার আগমুহূর্তে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ইন্ডিগোর বিবৃতিতে বলা হয়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এমন অশোভন আচরণ সহ্য করা হবে না। অভিযুক্ত যাত্রীকে ভবিষ্যতে ইন্ডিগোর যেকোনো ফ্লাইটে ভ্রমণ থেকে স্থগিত করা হয়েছে এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জানা গেছে, ৩২ বছর বয়সী হুসেইন আহমেদ মজুমদার আতঙ্কিত হয়ে পড়লে ক্রুরা তাকে আসনে বসাতে সহায়তা করছিলেন। হঠাৎ অন্য এক যাত্রী বিনা উসকানিতে তাকে থাপ্পড় মারেন। এতে যাত্রী ও ক্রুরা তীব্র প্রতিবাদ জানান।
কলকাতা বিমানবন্দরে পৌঁছার পর অভিযুক্তকে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়, তবে পরে তিনি মুক্তি পান। ইন্ডিগো এ ঘটনায় যাত্রীর আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে।
বিডি প্রতিদিন/আশিক