রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে আজ সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। আয়োজকরা আশা করছেন, সারা দেশ থেকে কয়েক লাখ নেতা-কর্মী এতে যোগ দেবেন।
সূত্র জানায়, বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের সিনিয়র নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারাও উপস্থিত থাকবেন। সমাবেশের কারণে জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। জানা গেছে, সমাবেশ সামনে রেখে সারা দেশের নেতা-কর্মীদের রাজধানীতে আসার নির্দেশনা দিয়েছে সংগঠনটি। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বার্তা দেবে সংগঠনটি। সংগঠনটির সহসভাপতি ডা. আউয়াল বলেন, ‘গত বছরের এই দিনটি আমাদের কাছে স্মরণীয়। এই দিনে হাসিনার পদত্যাগের ডাক আসে। এই দিনটি স্মরণীয় করে রাখতে ঐতিহাসিক ছাত্র সমাবেশ হবে।’ সমাবেশে ছাত্রদলের লক্ষাধিক নেতা-কর্মীর সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সমাবেশ সফল করতে গত বুধবার ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে নানান দিকনির্দেশনা দেন তিনি। শীর্ষ নেতারা কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এসব বৈঠকে সমাবেশ বাস্তবায়নের জন্য ২৫৪ জনের সমন্বয়ে ৯০টি টিম গঠন করা হয়।
এদিকে সমাবেশে যোগ দিতে ২০ বগির বিশেষ ট্রেন ভাড়া করেছে ছাত্রদল। আজ সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসার কথা ট্রেনটির। ঢাকায় পৌঁছানোর কথা বেলা সোয়া একটায়। ট্রেনটি সন্ধ্যা ৭টায় আবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।