সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন দুই সাঁতারু অ্যানি আক্তার ও সামিউল ইসলাম রাফি। সেখানে মোট চার ইভেন্টে অংশ নিয়েছেন তারা। দেশসেরা এ দুই সাঁতারু ১০০ মিটার ইভেন্টে নিজেদের সেরা টাইমিং করলেও গতকাল ৫০ মিটারে তারা সেটা করতে পারেননি। বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপের নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অ্যানি ১০৪ জনের মধ্যে ৯২তম হয়েছেন। দেশসেরা এ সাঁতারুর টাইমিং হয়েছে ৩১.৩৯। তার আগের টাইমিং ছিল ৩১.০৫। অন্যদিকে পুরুষদের ৫০ মিটার ব্যাক স্ট্রোক ইভেন্টে ৬৩ জনের মধ্যে ৫৫তম হয়েছেন রাফি। তার সময় লেগেছে ২৭.২১ সেকেন্ড।
আন্তর্জাতিক আমন্ত্রণমূলক বিভিন্ন টুর্নামেন্টে একাধিক পদক পাওয়া রাফির এর আগে এ ইভেন্টে সেরা টাইমিং ছিল ২৬.৯০। এ ছাড়া নারী সাঁতারু অ্যানি গত মে মাসে জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ১২টি স্বর্ণ জিতে রেকর্ড গড়েছিলেন। এজন্যই ফেডারেশন তাকে বিশ্ব সাাঁতারের জন্য নির্বাচিত করে। সিঙ্গাপুরে গত ১১ জুলাই থেকে শুরু হওয়া এ চ্যাম্পিয়নশিপের পর্দা নামবে আজ।
এ প্রতিযোগিতায় ২০৫টি দেশের আড়াই হাজারের বেশি অ্যাথলেট অংশ নিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন করে সিঙ্গাপুর।