ময়মনসিংহে ঐতিহাসিক জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে মৌন রিকশা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এতে অর্ধশতাধিক রিকশাচালক, জুলাই যোদ্ধা, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর টাউন হল এলাকা প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠের পাশ দিয়ে ঘুরে আবার টাউন হলের ‘জুলাই চত্বরে’ এসে শেষ হয়।
রিকশাচালকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় কারফিউ উপেক্ষা করে জীবিকার তাগিদে রিকশাচালকরা রাস্তায় নেমেছিলেন। তবে শুধু জীবিকার জন্য নয়, অনেকেই আহতদের হাসপাতালে পৌঁছে দিতে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন। এমনকি অনেককে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজও করেছেন তারা। এ সময় অনেকে আহত কিংবা নিহতও হয়েছেন। সেই সাহসী রিকশাচালকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতেই আজকের এই ব্যতিক্রমী আয়োজন।’
বিডি প্রতিদিন/জামশেদ