বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এ তথ্য জানিয়েছেন। মৃত ওই রোগী হলেন বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা মো. রিয়াজ (৫০)।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওই রোগী গত ২৪ জুলাই বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। এ নিয়ে বরিশাল বিভাগের সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১ জন। এছাড়া বরগুনার জেলার সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন এবং অপরজন মারা গেছেন পটুয়াখালী জেলার হাসপাতালে।
চলতি বছরের ১ জানুয়ারী থেকে সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের দুই মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ৮ হাজার ৩২৫ জন। এরমধ্যে ৮ হাজার ১৬ জন রোগী ছাড়পত্র নিয়েছেন। এখনো ২৯১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরগুনা জেলায়। এ জেলার সরকারী হাসপাতালে এখন পর্যন্ত ৪ হাজার ৯২৩ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়। এরমধ্যে ৪ হাজার ৭৭৩ জন ছাড়পত্র নিয়েছেন। এখনো ১৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/এএম