পটুয়াখালী কলাপাড়ায় একটি বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকার আবদুস সোবাহান বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন কর।
আবদুস সোবাহান ও তার স্ত্রী খুকি বেগম বলেন, সংঘবদ্ধ ডাকাতদল তাদের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাদের হাত, পা ও মুখ বেঁধে প্রায় লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এর আগে গত ১৩ জুলাই একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল ওই বাড়ির সবাইকে হাত পা বেঁধে জিস্মি করে ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। এদিকে এ উপজেলায় ঘন ঘন ডাকাতির কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম সাংবাদিকদের জানান, রাতভর পুলিশ টহলে ছিলো। এটি ডাকাতি না অন্য কোনো ঘটনা- সেটি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল