ক্রিকেটে কিছু রেকর্ড এমনই যা কেবল গড়া যায়, ভাঙা নয়। ইংল্যান্ডের জো রুট এবার গড়লেন তেমনই এক অনন্য রেকর্ড। ওভালে ভারতের বিপক্ষে খেলতে নেমে রুট বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০০০ রান পূর্ণ করেছেন।
২০১৯ সালে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি রুটের ৬৯তম ম্যাচ। এই টুর্নামেন্টে কেউ এখনো ৫০০০ রানের কাছেও পৌঁছাতে পারেননি। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের রান ৫৫ টেস্টে ৪২৭৮। তৃতীয় স্থানে থাকা মারনাস লাবুশেনের সংগ্রহ ৫৩ ম্যাচে ৪২২৫ রান।
রুটের এই রেকর্ড এমন এক সময়ে এসেছে, যখন ধারাবাহিকতা ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় প্রতিটি খেলোয়াড়কে। গত ছয় বছরে রুট করেছেন ২০টি সেঞ্চুরি, সঙ্গে ২৩টি হাফ-সেঞ্চুরি। ওভালেই সেঞ্চুরির সংখ্যা ২১-এ নিয়ে যেতে তার দরকার মাত্র ২ রান। বয়স ৩৪ হলেও তার ব্যাটে এখনও একই ধারাবাহিকতা।
রুটের কীর্তি এখানেই থামে না। ভারতের বিপক্ষে এক সিরিজে তিনবার ৫০০-এর বেশি রান করা একমাত্র ব্যাটার এখন তিনিই। এই তালিকায় দুইবার করে এমন কীর্তি গড়েছেন এভারটন উইকস, জহির আব্বাস, ইউনিস খান, গ্যারি সোবার্স ও রিকি পন্টিং।
এছাড়াও, ঘরের মাঠে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার দিক থেকেও রুট যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ইংল্যান্ডে তার ৫৭টি ফিফটি-প্লাস ইনিংস। এই রেকর্ডে তার সঙ্গী দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। শীর্ষে রয়েছেন রিকি পন্টিং, অস্ট্রেলিয়ায় খেলেছেন ৬১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
বিডি প্রতিদিন/মুসা