‘লিচুর বাগানে’ গানে নাচের মাধ্যমে ভক্তদের হৃদয়ে ঝড় তুলে অভিনেত্রী সাবিলা নূর এখন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রে। স্বামী নেহাল তাহেরকে সঙ্গে নিয়ে বেশ কিছুদিন আগেই মার্কিন মুল্লুকে পাড়ি জমিয়েছেন দেশের এই অভিনেত্রী। সেখানে পরিবার নিয়ে থাকেন তার ভাইবোনেরা। সাবিলার বাবা-মাও গেছেন অনেক আগে। আপনজনদের কাছে পেয়ে তাদের সঙ্গে সারা দিন ঘরে বসেই কাটিয়ে দিচ্ছেন না এই তারকা। বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন, ভক্তদের সঙ্গে সেখানকার ছবি-ভিডিও ভাগাভাগিও করে নিচ্ছেন মাঝেমধ্যে। এরই মধ্যে সাবিলা সরাসরি উপভোগ করলেন বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী দ্য উইকেন্ডের ওপেন এয়ার কনসার্ট।
স্বামীসহ দ্য উইকেন্ডের সরাসরি গান শুনলেন সাবিলা, দেখলেন প্রিয় শিল্পীর নজরকাড়া পারফরম্যান্স। কনসার্ট দেখে তিনি জানালেন, ‘কী একটি রাত, কী একজন পারফর্মার!
দ্য উইকেন্ড, ওহ মাগো, তার এনার্জি, কণ্ঠ, পুরো পরিবেশনা- সবকিছুই অন্য মাত্রার ছিল। আমি এতদিন ধরে এটার জন্য অপেক্ষা করছিলাম। দীর্ঘ সময় গাড়িতে বসে থেকে আসা, পায়ে ফোসকা পড়ে যাওয়া, গলাব্যথা সবকিছুই একেবারে সার্থক হয়েছে। এখনো কানে ভাসছে তার গুঞ্জন! এবং যারা আমাকে সঙ্গ দিয়েছেন সবাই অসাধারণ।’ সাবিলা এর আগে আমেরিকা সফরে গিয়ে আরেক বিশ্ববিখ্যাত মিউজিক্যাল ব্যান্ড ‘লিনকিন পার্ক’-এর কনসার্টে গিয়েছিলেন। এ ছাড়া তিনি সেবার ফ্লোরিডার ইউনিভার্সেল স্টুডিও ঘুরে দেখেন। তিনি জানিয়েছিলেন, লিনকিন পার্কের কনসার্ট দেখা তার জন্য ছোটবেলা থেকেই স্বপ্নের মতো ছিল। তিনি লিনকিন পার্কের বেশ কয়েকটি গান পছন্দ করেন, যেমন- ‘ইন দ্য এন্ড’, ‘পেপারকাট’, ‘সামহয়্যার আই বিলং’।