গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে আবু সুফিয়ান সুজা সভাপতি ও আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) দিনব্যাপী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহিমাগঞ্জ ডাকবাংলো মাঠে এ কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি পদের জন্য সরাসরি ভোটের মাধ্যমে ৪৫৩ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে আবু সুফিয়ান সুজা সভাপতি, আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সাবু মিয়া নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু স্বাক্ষরিত ফলাফল পত্র মোতাবেক জানা গেছে, সভাপতি পদে আবু সুফিয়ান সুজা (চেয়ার প্রতীক) ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নবিবর রহমান (ছাতা প্রতীক) পান ১৬৮টি ভোট। সাধারণ সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক (ফুটবল প্রতীক) ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নাজিম উদ্দিন আলম দোয়াতকলম (প্রতীক) পেয়েছেন ২০০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাবু মিয়া (মোরগ প্রতীক) ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে অপর দুই প্রার্থী গোলাম রহমান আকন্দ (মাছ প্রতীক) ১০৭ ভোট ও গোলাম ছারোয়ার হাসান (আম প্রতীক) ৭৮টি ভোট পেয়েছেন।
মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নবিবর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিম উদ্দীন আলম এর সঞ্চালনায় মহিমাগঞ্জ ডাক বাংলা মাঠের এ সম্মেলনের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক ফারুক আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল