৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সেরা অভিনেতার সম্মান পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ‘জাওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য বিক্রান্ত ম্যাসির সঙ্গে যৌথভাবে এই পুরস্কার অর্জন করেন তিনি। যদিও পুরস্কারপ্রাপ্তির আনন্দের মুহূর্তে এক পুরনো আক্ষেপ ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন শাহরুখ।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে কিং খানের একটি পুরনো ভিডিও, যেখানে তাঁকে বলতে শোনা যায়—‘স্বদেশ’ জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল তাঁর।
২০০৫ সালে মুক্তি পাওয়া অনুভব সিনহা পরিচালিত ‘স্বদেশ’ ছবিতে এক এনআরআই বিজ্ঞানীর চরিত্রে শাহরুখের অভিনয় প্রশংসিত হলেও, সেবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন সইফ আলি খান, ‘হাম তুম’ ছবির জন্য।
ভাইরাল হওয়া ভিডিওটি একটি পুরনো অনুষ্ঠানের, যেখানে চলচ্চিত্র নির্মাতা কুণাল কোহলির সঙ্গে কথোপকথনের সময় শাহরুখ বলেন, “আমি খুব সাধারণ মানুষ। সব সিনেমা, সব অভিনেতা-অভিনেত্রীকে পছন্দ করি। আপনার সিনেমাও ভালো লাগে আমার। ‘ফানা’ দারুণ ছবি, ‘হাম তুম’-ও ভালো। এই ছবির জন্য অভিনেতা জাতীয় পুরস্কারও পেয়েছেন। তবে আমার মনে হয়, সেই পুরস্কারটা আমার পাওয়া উচিত ছিল ‘স্বদেশ’-এর জন্য। তবে সেটা অন্য গল্প।”
এই মন্তব্য বলার সময় হাসলেও, স্পষ্ট ছিল অভিনেতার অভিমান। অনেক সমালোচক এবং ভক্তরাও একমত যে, ‘স্বদেশ’ শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম সেরা ছবি, যেখানে তাঁর অভিনয় গভীরতা, সংযম ও বাস্তবতার ছাপ রেখেছিল।
সেই তুলনায় ‘হাম তুম’-এর মতো রোমান্টিক কমেডিতে সইফ আলি খানের অভিনয় প্রশংসিত হলেও, অনেকেই মনে করেন সেটি জাতীয় পুরস্কারের মতো সম্মান পাওয়ার পর্যায়ের ছিল না।
অবশেষে ২০২৩ সালে ‘জাওয়ান’-এর মাধ্যমে জাতীয় স্বীকৃতি পেলেন শাহরুখ। যদিও ২০ বছর আগে ‘স্বদেশ’-এর জন্য যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তার ছায়া এখনও রয়ে গেছে অভিনেতার মনে।
বিডি প্রতিদিন/মুসা