ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা চম্পা তাঁর দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক নায়কের সঙ্গেই অভিনয় করেছেন। কিন্তু তাঁর কাছে জানতে চাওয়া হলো আপনার প্রিয় নায়ক কে? তিনি এক কথায় বলেন, ‘মান্না’। চম্পা অনেক সিনেমা করেছেন মান্নার সঙ্গে। তাঁদের একসঙ্গে রয়েছে অনেক স্মৃতি। এখনো মান্নার শূন্যতা অনুভব করেন চম্পা। তিনি জানান, ‘মান্নার সঙ্গে আমি অনেক সিনেমা করেছি। মান্নার প্রথম হিট সিনেমা ছিল ‘কাশেম মালার প্রেম’। ওই সিনেমায় মান্না আমার হিরো ছিলেন। এরপর জুটি হিসেবে আমরা আরও অনেক ব্যবসাসফল সিনেমা করেছি। শেষের দিকে যদিও তাঁর সঙ্গে কম কাজ করেছি। মান্না ও আমি প্রায় কাছাকাছি সময়ে সিনেমায় এসেছি। সহশিল্পী হিসেবে মান্না ছিলেন অসাধারণ। কেননা সহশিল্পী ভালো না হলে অভিনয়ে শতভাগ মনোযোগী হওয়া যায় না। সেই হিসেবে মান্না ছিলেন প্রিয় সহশিল্পী। মান্না একজন সত্যিকারের শিল্পী ছিলেন। তাঁর সব ভাবনায় ছিল সিনেমা, সিনেমা এবং সিনেমা। আগাগোড়া সিনেমার মানুষ ছিলেন মান্না। আমার একটাই আফসোস, একটাই দুঃখ- বড় অসময়ে মান্না চলে গেলেন। বড় তাড়াতাড়ি মান্না চলে গেলেন। আমাদের সিনেমার জন্য আরও অনেক কিছু দেওয়ার ছিল তাঁর। স্টার বলব না, মান্না ছিলেন প্রকৃত একজন শিল্পী। মান্না এখনো ভক্তদের মাঝে, আমাদের সবার মাঝে ভালোবাসার মানুষ হয়ে আছেন। সহশিল্পীকে সহযোগিতা করার মন ছিল তাঁর। একটি সিনেমার গানে কী ধরনের পোশাক পরলে নায়ক-নায়িকাকে বেশি সুন্দর দেখাবে, তা নিয়ে আমি ও মান্না সব সময় আলোচনা করতাম। আলোচনা করে পোশাক সংগ্রহ করতাম। তারপর সিনেমা মুক্তির পর অনেকেই সেসব পোশাকের প্রশংসা করতেন। আমি সবচেয়ে বেশি কাজ করেছি মান্না ও ইলিয়াস কাঞ্চনের সঙ্গে। এখনো মান্নাকে মনে পড়ে। দূর থেকে তাঁকে খুব মনে পড়ে।’