কুড়িগ্রামে গত তিন দিনের ব্যবধানে আবারও ছোট-বড় সবকটি নদ নদীর পানি ক্রমেই বেড়ে চলেছে। বিশেষ করে তিস্তার পানি অনেক বেড়ে আবারও বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। ফলে নদ নদী অববাহিকার মানুষজন ফের বন্যার আশঙ্কায় পড়েছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড রবিবার সন্ধ্যায় জানায়, গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা, দুধকুমর ও ব্রহ্মপুত্র নদের পানি দ্রুতই বেড়েছে। একইসাথে সন্ধ্যা ৬টার পানি উন্নয়ন বোর্ডের দেওয়া রিডিং মতে জানা যায়, গত ১২ ঘণ্টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে ১৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়াও দুধকুমর নদের পাটেশ্বরী পয়েন্টে ৪ সেন্টিমিটার,ব্রহ্মপুত্র নদের হাতিয়া পয়েন্টে ৩ সেন্টিমিটারসহ কয়েকটি পয়েন্টে নদীর পানি বাড়ছে। ফলে আবারো বন্যার আশংকা কুড়িগ্রামের নদনদী তীরের বাসিন্দাদের। এছাড়াও গত কয়েকদিন আগে নিম্নাঞ্চলের তলিয়ে থাকা পাট, মরিচ,শাক সবজিসহ নানা ফসল পানিতে নতুন করে তলিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, আগামী তিনদিন জেলার বিভিন্ন নদনদীর পানি বাড়তেই থাকবে একই সাথে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তিনি ঢাকার আবহাওয়া পুর্বাভাসের বরাত দিয়ে জানান, রংপুর বিভাগের তিস্তা,ধরলা ও দুধকুমার নদী সমুহের পানি সমতল আগামী ৩ দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এসময়ে তিস্তা নদীর পানি সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে।
বিডি প্রতিদিন/এএম