প্রথমে শ্রীলঙ্কা। এরপর পাকিস্তান এবং সর্বশেষ নেদারল্যান্ডস। টানা তিনটি টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। হ্যাটট্রিক টি-২০ সিরিজ জিতেছেন অধিনায়ক লিটন দাস। সব মিলিয়ে এখন পর্যন্ত ছয়টি টি-২০ সিরিজে নেতৃত্ব দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন। জয়ের পাল্লাই বেশি। অধিনায়ক লিটন সিরিজ জিতেছেন নেদারল্যান্ডস, পাকিস্তান ও শ্রীলঙ্কা ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। হেরেছেন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের কাছে। গেল ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল লিটনের নেতৃত্বে টাইগাররা। এবার আরও একটি সুযোগ এসেছে হোয়াইটওয়াশের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ যদি নেদারল্যান্ডসকে হারায়, লিটনের নেতৃত্বে টাইগাররা হোয়াইটওয়াশ করবে ইউরোপীয় প্রতিনিধিদের। তিন ম্যাচ সিরিজের প্রথমটি লিটন বাহিনী জিতেছিল ৮ উইকেটে ৩৯ বল হাতে রেখে। দ্বিতীয়টি জিতেছে ৪১ বল হাতে রেখে ৯ উইকেটে।
আগের দুটি ম্যাচ জিতলেও পরে ব্যাটিং করায় ক্রিকেট বিশেষজ্ঞরা সমালোচনা করেছেন অধিনায়ক লিটনের। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, টি-২০ এশিয়া কাপের আগে ব্যাটিং অনুশীলনটা করে নেওয়া উচিত ছিল লিটন বাহিনীর। এতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচের আগে টাইগার ব্যাটাররা ছন্দে থাকতেন। সমালোচকরা যাই বলুক, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মনে করেন অধিনায়ক হিসেবে লিটন অসাধারণ, ‘বাংলাদেশ এখন একটা দল হিসেবে খেলছে। মাঠে লিটনের উপস্থিতিটা খুব দেখা যাচ্ছে। শুধু মাঠের মধ্যে না, সব মিলিয়ে ওর ক্যাপ্টেনসি খুব ব্রিলিয়ান্ট।’
সিরিজের প্রথম দুই ম্যাচে টাইগার বোলাররা দুর্দান্ত বোলিং করেন। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান দুই ম্যাচেই মিতব্যয়ী বোলিং করেছেন। তাসকিন আহমেদ দারুণ আগ্রাসি ছিলেন বল হাতে। একটি ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। শেখ মেহেদিও মন্দ করেননি। ব্যাটিংয়ে ওপেনার তানজিদ তামিম ধারাবাহিক। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের শুরুটা দুর্দান্ত হলেও ইনিসংগুলোকে লম্বা করতে পারছেন না। অধিনায়ক লিটন দায়িত্বশীল ব্যাটিং করছেন। দুই বছর পর ফিরে নিজেকে মেলে ধরেছেন সাইফ হাসান। সিরিজে লিটনের পর তানজিদ হাফ সেঞ্চুরি করেন। অবশ্য টপ অর্ডারের ভালো ব্যাটিংয়ের ফলে বাকিরা সুযোগই পাননি। লিটনের নেতৃত্বে দলটিকে বেশ গোছানো মনে হয়েছে বিসিবি সভাপতির, ‘অনেক ভালো ক্রিকেটার একসঙ্গে এসেছে। আমাদের উচিত হবে এ বেঞ্চটাকে কীভাবে আরও প্রতিযোগিতামূলকভাবে রেডি করতে পারি। আমাদের একটা বড় গ্রুপ কিন্তু অবসরে। খেলোয়াড়রা এখন সুযোগ পেয়েছে। আমাদের দায়িত্ব আমরা এই গ্রুপটাকে কীভাবে গড়ে তুলতে পারি।’
বাংলাদেশ এখন পর্যন্ত টি-২০ সিরিজ জিতেছে ১৭টি। ৩-০ ব্যবধানে জিতেছে শুধু তিনবার। ২০১২ আয়ারল্যান্ড, ২০২২-২৩ মৌসুমে ইংল্যান্ড এবং ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারায় ৩-০ ব্যবধানে। আজ যদি জয় পায়, তাহলে চতুর্থবার কোনো দলকে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করবে। ২০২১ ও ২০২২-২৩ মৌসুমের পর তৃতীয়বার টানা তিনটি সিরিজ জিতল বাংলাদেশ। অধিনায়ক লিটন এখন পর্যন্ত ছয় সিরিজে ১৭ ম্যাচে জিতেছেন ১০টি এবং হেরেছেন ৭টি। আজ ১৮ নম্বর ম্যাচে নেতৃত্ব দেবেন লিটন দাস।