মধুর প্রতিশোধ নিয়েছে দক্ষিণ আফ্রিকা। নারী বিশ্বকাপের লিগ পর্বের হারের প্রতিশোধ নিয়েছে সেমিফাইনাল জিতে ফাইনালে উঠে। দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলকে বলা হয় চোকার্স। বিশ্ব ক্রিকেটের কোনো টুর্নামেন্টে শিরোপা জিততে পারেনি ২৭ বছর। অবশেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে সেই বন্ধ্যাত্ম ঘুচিয়েছে। একই অবস্থা ছিল নারী ক্রিকেটারদেরও। অবশেষে সেই অবস্থা থেকে বেরিয়েছে নারী ক্রিকেট দলও। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হকচকিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে উঠতে আফ্রিকা গতকাল গুয়াহাটিতে ১২৫ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো বিশ্বকাপে টেনে তোলার নায়িকা ২৬ বছর বয়সি অধিনায়ক লরা উলভার্ট। খেলেছেন ১৬৯ রানের নান্দনিক এক ইনিংস। নারী বিশ্বকাপের নক আউট ম্যাচ, মানে সেমিফাইনাল কিংবা ফাইনালে এটা তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। ২০১৭ সালের বিশ্বকাপে ভারতের হারমানপ্রীত কাউর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রান করেছিলেন। যা ব্যক্তিগত সর্বোচ্চ। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭০ রান করেছিলেন অ্যালিসা হিলি। তিন নম্বরে উলভার্ট, ১৬৯ রান করেন। অধিনায়ক হিসেবে এটা আবার দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ স্কোর অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের। ১৯৯৭ সালে মুম্বাইয়ে ডেনমার্কের বিরুদ্ধে ১৫৫ বলে ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। অবশ্য সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে অধিনায়ক হিসেবে উলভার্টের ইনিংসটি সর্বোচ্চ। ক্লার্ক করেছিলেন গ্রুপ ম্যাচে। উলভার্টের ক্যারিয়ারের এটা দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৮৪ রান, শ্রীলঙ্কার বিপক্ষে। গতকাল ১৪৯ রান করেন ১৪৩ বলে ২০ চার ও ৪ ছক্কায়। তিনি প্রথম হাফ সেঞ্চুরি করেন ৫২ বলে। সেঞ্চুরি করেন ১১৫ বলে। শেষ ৬৯ রান ২৮ বলে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা প্রথম ব্যাটিংয়ে ৭ উইকেটে ৩১৯ রান করে। জবাবে ইংল্যান্ড অলআউট হয় ৪২.৩ ওভারে ১৯৪ রানে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের গুড়িয়ে দেন ৩৫ বছর বয়সি ম্যারিঝান ক্যাপ। ডান হাতি পেসারের স্পেল ৭-৩-২০-৫। নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার এটা দলগত সর্বোচ্চ স্কোর। ২ নভেম্বর মুম্বাইয়ের এস পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলবে। ফাইনালে দ্বিতীয় দল হতে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া রেকর্ড ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং আরও দুবার ফাইনাল খেলেছে। ভারত দুবারের রানার্সআপ। দুই দলের লিগ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ৩ উইকেটে। ভারতের ৩৩০ রান টপকে গিয়েছিল হিলির ১৪২ রানে করে। অবশ্য লিগ পর্বে দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে অলআউট করে ১০ উইকেট জিতেছিল ইংল্যান্ড।
শিরোনাম
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
আপডেট:
০১:৪৯, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
দক্ষিণ আফ্রিকা ফাইনালে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর