আমার কিছু অসমাপ্ত কবিতার
কাক্সিক্ষত পঙ্ক্তিমালা লুকিয়ে আছে
তোমার চুলের খোঁপায়
লিখতে এসেছি। একটু দাঁড়াও।
নতুন কিছু কবিতার শিরোনাম
স্পষ্টাক্ষরে লেখা আছে
তোমার চোখে, চোখের পাপড়িতে
পড়তে এসেছি। একটু দাঁড়াও।
অক্ষরবিহীন কিছু কবিতার
খসড়া দোল খাচ্ছে
তোমার সুন্দরের ভাঁজে ভাঁজে
দেখতে এসেছি। একটু দাঁড়াও।
তোমার শরীরের নিষিদ্ধ অংশে
বিবর্ণ হয়ে পড়ে আছে
রাশি রাশি বর্ণমালা
সাজাতে এসেছি। একটু দাঁড়াও।