পূর্ণতার আকর্ষণে মানুষ সন্ন্যাসে যায়...
একসময় যে মন গোলাপ-ফোটা-দিনে
প্রজাপতি হয়ে চষে বেড়াতো সবুজ মখমলে
মাতাল করে তুলতো সুখী সমতলভূমি,
ভরদুপুরে সে আজ বালুকার তাওয়ায় খইভাজা
খোঁজে হাজার বছর... ব্যথাভরা বিচ্ছেদের লু হাওয়া
যার সমাধি-শরীরে হেসে ওঠে
আদম ও হাওয়ার মিলনের পুণ্যভূমি;
আরাফার ময়দান...
আমিও ঘর ছেড়েছি ঘরে ফেরারই জন্য...
শিমুলতলার কাঁটা আমার শরীরে বেঁধা
হাসনাহেনার ডেরায় পা ভেঙে পঙ্গু হয়েছি
শেফালি তুলতে হাত নুলো হয়েছে
বকুলের আঙিনায় কেউটের ছোবল খেয়েছি;
দীর্ঘশ্বাস এ সুদীর্ঘ পথে, তবুও ছুটে চলেছি...
পাঁজরের আধখানা হাড়
পাঁজরে জোড়া লাগাতে আজো ছুটে চলেছি অবিরাম,
তারপর ঘরে ফেরা...