ঝরা পাতার নিচে চাপা কান্না,
অভিমানী বাতাসও আজ নিশ্চুপ,
আকাশজুড়ে কুয়াশার শ্বাস,
চাঁদও যেন আজ নিঃসঙ্গ।
পথের ধুলোয় লেখা ছিল স্বপ্ন,
হারিয়ে গেছে কোনো এক সন্ধ্যায়,
ফিরে আসেনি কেউ,
শুধু সাদা মেঘের বিষণ্নতা!
নদীর জলে বিষাদের সুর,
বয়ে চলে নিঃশব্দ হাহাকার,
নিস্তব্ধ রাতের কোণে কোণে,
একাকী হৃদয়ের মূর্ছনা!
বেদনার ছায়ায় ঢাকা এই শহর,
মানুষগুলোও মোমের মতো,
পুড়ে গলে নিভে যায় ধীরে,
জীবন যেন এক দীর্ঘ শোকগাথা!