তোমাকে একটি গোলাপ দেবো,
তারপর বারুদ;
কেটে কেটে রক্তাক্ত করবো
তোমার ভূখণ্ড!
আমার নগ্ন বুক,
লজ্জার ছিটেফোঁটা নেই-
ঝুলে আছে শান্তি!
তোমার প্রশ্নে জন্মান্ধ, নতজানু
সাদা পায়রা আমি-
এ ছাদ ও ছাদ উড়ি।
তোমাকে একটি গোলাপ দেবো,
তারপর বারুদ;
কেটে কেটে রক্তাক্ত করবো
তোমার ভূখণ্ড!
আমার নগ্ন বুক,
লজ্জার ছিটেফোঁটা নেই-
ঝুলে আছে শান্তি!
তোমার প্রশ্নে জন্মান্ধ, নতজানু
সাদা পায়রা আমি-
এ ছাদ ও ছাদ উড়ি।