যদি আবার দেখা হয় তোমার সাথে-
এবার আমি হাঁটতে চাই
তোমার হাত ধরে
ওই রাস্তাটি দিয়ে।
যদি আবার দেখা হয় তোমার সাথে
কৃষ্ণচূড়ার পাশে,
এবার আমি বসতে চাই
তোমার সাথে গাছটির ছায়াতলে।
যদি আবার দেখা হয় তোমার সাথে
কোনো পড়ন্ত বিকেলে
এবার আমি বলতে চাই তোমাকে
চিরকাল তুমি আমার মনে ছিলে।