রাজধানীর ফুলবাড়িয়ার মহানগর শপিং কমপ্লেক্স দখল করতে গিয়ে হত্যাসহ ২৫ মামলার আসামি খোকন মুন্সি আটক হয়েছেন। গত শনিবার রাতে তাকে আটক করে পুলিশ। খোকন মুন্সির বিরুদ্ধে ২০ থেকে ২৫টি মামলা রয়েছে। এ ঘটনায় মনির হোসেন টিটু নামে মার্কেটের এক ব্যবসায়ী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। ওই মামলায় গতকাল তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
জানা গেছে, শনিবার রাত ৮টায় খোকন মুন্সি তার সহযোগী অপু, আবদুর রহিম, রাজা, সেলিম, জাকিরসহ ১৫ থেকে ২০ জনকে সঙ্গে নিয়ে লোহার রড, ক্রিকেট স্ট্যাম্প ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মহানগর শপিং কমপ্লেক্স দখল করতে মার্কেটে প্রবেশের চেষ্টা করে। মার্কেটের ব্যবসায়ী রিয়াদ হোসেন, পরিচালক জাকারিয়া কাজলসহ মার্কেটের অন্য ব্যবসায়ীরা খোকন মুন্সিদের বাধা দেন। তারা রিয়াদ হোসেন, জাকারিয়া কাজলদের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে মার্কেট ভাঙচুর করে দখল করে নেবে বলে হুমকি দেয়। বিষয়টি পুলিশকে অবহিত করে আনসার সদস্যদের নিয়ে মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা খোকন মুন্সিদের ধাওয়া দেয়। পালানোর সময় খোকন মুন্সিকে আটক করে পুলিশ।