অস্ট্রেলিয়ার সিডনির একটি সৈকতে হাঙরের আক্রমণে এক অভিজ্ঞ সার্ফার নিহত হয়েছেন। শনিবার সকালে শহরের উত্তরাঞ্চলের লং রিফ বিচে এ ঘটনা ঘটে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগীকে পানির ভেতর থেকে উদ্ধার করে তীরে আনা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানায়, নিহত ব্যক্তি পঞ্চাশোর্ধ্ব এবং অভিজ্ঞ সার্ফার ছিলেন। তিনি বন্ধুদের সঙ্গে মাত্র ১০০ মিটার দূরে সার্ফিং করার সময় হাঙরের আক্রমণের শিকার হন। এসময় তার সার্ফবোর্ড ভেঙে যায় এবং শরীরের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আক্রমণকারী হাঙরের প্রজাতি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি ছিল বড় আকৃতির হাঙর। ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা অবস্থান নেয়। পাশাপাশি সৈকতে ড্রোন ব্যবহার করে হাঙরের উপস্থিতি খোঁজা হয়।
ঘটনার পর থেকে সিডনির ম্যানলি থেকে ন্যারাবিন পর্যন্ত সব সৈকত অন্তত ২৪ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় সব ধরনের সাঁতার ও পানির কার্যক্রম বাতিল করা হয়েছে।
এটি সিডনিতে বিরল এক প্রাণঘাতী ঘটনা। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে এক ব্রিটিশ ডাইভিং প্রশিক্ষক হাঙরের আক্রমণে মারা গিয়েছিলেন। ১৯৬৩ সালের পর সিডনিতে এটিই দ্বিতীয় প্রাণঘাতী হামলা।
২০২৫ সালে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে আরও চারজন হাঙরের আক্রমণে প্রাণ হারিয়েছেন। সরকারি তথ্যে জানা যায়, ১৭৯১ সাল থেকে দেশটিতে অন্তত ১,২৮০টি হাঙর আক্রমণের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২৫০টির বেশি প্রাণঘাতী ছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল