কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি'র দলীয় প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী সড়কে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুই উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ আসনে বিএনপি এখনও কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি।
বাজিতপুর উপজেলার বটতলা মোড় থেকে মানববন্ধন শুরু হয়ে বাজিতপুর থেকে সরারচর সড়ক হয়ে বাজিতপুরের সীমানা পর্যন্ত বাজিতপুর উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করেন।
একই সময় হালিমপুর মঈতপুর ব্রিজ থেকে নিকলী বেরিবাঁধ পর্যন্ত নিকলী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, শেখ মজিবুর রহমান ইকবাল দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে বাজিতপুর-নিকলী উপজেলার বিএনপি'র নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন এবং আছেন। কিশোরগঞ্জ জেলার মধ্যে বিএনপি’র সবচেয়ে উর্বর স্থানের নাম বাজিতপুর-নিকলীর আসন। বাজিতপুর-নিকলীর আসন বিএনপি'র আসন।
বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বক্তব্যে বলেন, এ আসন শেখ মজিবুর রহমান ইকবালের আসন। এ আসনের জনগণ বিএনপি'র প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া কাউকে মেনে নেবে না। তাই অবিলম্বে বিএনপি’র হাইকমান্ডের কাছে এ আসনে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার দাবি জানান।
বিডি প্রতিদিন/আরাফাত