বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর অঞ্চল) সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিগত চারটি নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে গেলেও নিজের ভোটটা দিতে পারেনি।
শনিবার বিকালে কাশিয়ানী উপজেলার রামদিয়া হাই স্কুল মাঠে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশে আর সেই পুরোনো দিনের ডামি নির্বাচন, দিনের ভোট রাতে বা ১৫৩টি আসনে বিনা ভোটে নির্বাচিত—এ রকম আর হবে না। জাতীয়তাবাদী শক্তিকে দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্ব রক্ষার জন্য ভোট দিয়ে দেশ গঠনের সুযোগ দেওয়ার সুযোগ এসেছে। আবার স্বনির্ভর বাংলাদেশ গড়ারও সুযোগ এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আপনারা ধানের শীষে ভোট দিন।
গোপালগঞ্জ-২ আসনের প্রার্থীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, আপনারা যদি ভোট দিয়ে গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবরকে নির্বাচিত করেন এবং গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর–কাশিয়ানীর একাংশ) থেকে আমাকে সহযোগিতা করেন, আমি নির্বাচিত হলে রামদিয়াকে উপজেলা ঘোষণা করা হবে। টুঙ্গিপাড়া যদি ৫টি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা হতে পারে, তাহলে আমাদের রামদিয়া ৭টি ইউনিয়ন নিয়ে কেন একটি উপজেলা হবে না? আমি আজ কথা দিয়ে গেলাম—অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে, আর আগামীতে রামদিয়ায় আমরা যে সমাবেশ করবো সেটি উপজেলা বা থানা হিসেবে করবো।
গোপালগঞ্জ-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী ডা. কে এম বাবর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, গোপালগঞ্জের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গোপালগঞ্জ মেডিকেলসহ সব হাসপাতালের চিকিৎসক ও কর্মচারী সংকট দূর করে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এছাড়া তিনি মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দেন।
কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট এম এ আলম সেলিম, এম. তৌফিকুল ইসলাম, এস এম জিয়াউল কবীর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিপ্রতিদিন/কবিরুল