ক্যারিয়ারের শততম টেস্ট খেলছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দুই দশকের ধারাবাহিক সাফল্যের পথে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই ক্রিকেটার আজ স্পর্শ করলেন এক ঐতিহাসিক মাইলফলক।
নিজের শততম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আগেই রাঙিয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। এবার শনিবার দ্বিতীয় ইনিংসে ঝলমলে ফিফটি করে তিনি নাম লেখালেন এক অনন্য বিশ্ব রেকর্ডে।
বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি ও ফিফটি করার বিরল কীর্তি গড়লেন মুশফিক। এতদিন এই কীর্তি এককভাবে ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের দখলে।
২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শততম টেস্ট খেলতে নেমে রিকি পন্টিং প্রথম ইনিংসে ১২০ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৪৩ রান করেছিলেন। তিনিই শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার।
প্রায় ১৯ বছর পর মুশফিক সেই পন্টিংয়ের পাশে বসলেন। তবে মুশফিক দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার সুযোগ পাননি। কারণ তিনি ৫৩ রানে অপরাজিত থাকতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করে দেন। মুশফিক প্রথম ইনিংসে করেছিলেন ১০৬ রান, দ্বিতীয় ইনিংসে তিনি করেন অপরাজিত ৫৩ রান।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ১১ জন ব্যাটার নিজের শততম টেস্ট ম্যাচে শতক করার রেকর্ড গড়েছেন। সবশেষ এই কীর্তি গড়েছেন বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিম।
বিডি প্রতিদিন/এমআই