‘বিগত ১৭ বছরে শেখ হাসিনা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে’—এমন মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দোলন বলেন, শেখ হাসিনা শুধু শিক্ষা নয়, স্বাস্থ্যসহ দেশের সব গুরুত্বপূর্ণ খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। জনগণের মৌলিক সেবাসমূহ আজ চরম দুরবস্থায়।
তিনি আরও বলেন, আগামী দিনের দেশনায়ক তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়নের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। একইসঙ্গে মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহার পক্ষে ‘ধানের শীষ’ মার্কায় ভোট চান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ঢালী মো. ওয়াহিদ, জহিরুল ইসলাম লেলিন, পাপিয়া ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন দিলু ও জহিরুল ইসলাম মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সুমন হালদার, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. বিএম মানজুর, সদস্য মারুফ ইসলাম রিমেল ও সাজন মুন্সী, উপজেলা ছাত্রদল নেতা সজিব রায়হান, সাবেক ছাত্রদল নেতা মজিবুর রহমান, বিএনপি নেতা আপেল মাহমুদ প্রতীক, আলমগীর কবির একদিল, মাসুম হোসাইন, রায়হান খান চুন্নু এবং আড়িয়ল ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. শান্তসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/কেএইচটি