জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। রাজশাহী মহানগরীতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল খালেক, সিদ্দিক হুসাইন, অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম প্রমুখ।