রাজশাহীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য যৌক্তিক সময়ের দাবি ও সাধারণ শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে গতকাল বিকাল ৪টা থেকে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী রেললাইনে অগ্নিসংযোগও করেন শিক্ষার্থীরা। এতে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব অবরোধ প্রত্যাহারের আহ্বান জানালেও বিক্ষোভ চালিয়ে যান শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টায় অবরোধ প্রত্যাহার করে তারা বলেন, অবিলম্বে দাবি মানতে হবে, নাহয় আবারও অবরোধসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, আগের বিসিএস লিখিত পরীক্ষাগুলোর আগে যৌক্তিক সময় দেওয়া হতো। এখন অযৌক্তিকভাবে পরীক্ষার সময় নির্ধারণ করে বৈষম্য করা হচ্ছে। এ ছাড়া সম্প্রতি যৌক্তিক দাবিতে আন্দোলন করলে পুলিশ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। আমাদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা আসবে। রেলপথ অবরোধের ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে ট্রেনের সিডিউল বিপর্যয় হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।