নোয়াখালীতে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে প্রয়াত ১০৯ জন ত্যাগী বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট প্রদান, প্রবীণ নেতাকর্মীদের সংবর্ধনা এবং নবীনদের বরণ করে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী। প্রধান অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা শামসুল ইসলাম।
সমাবেশে বক্তব্য দেন—সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ, নোয়ান্নই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন (টি হোসেন), সাবেক ছাত্রদল নেতা ও চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল ইসলাম।
সমাবেশ শেষে প্রয়াত ১০৯ নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা জানানো হয়। এসময় পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয় এবং দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল