আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে বাংলাদেশ। মিরপুর টেস্টের চার দিন শেষে বড় ব্যবধানে এগিয়ে টাইগাররা। ৫০৯ রানের বিশাল লক্ষ্যে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৭৬ রান।
শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট। বিপরীতে আইরিশদের করতে হবে ৩৩৩ রান। যা একরকম অসম্ভবই বলা যায়।
২০২২ সালের মে মাসের পর এবারই প্রথম পঞ্চম দিনে গেল মিরপুর টেস্টের খেলা। এরপর মিরপুর খেলা পাঁচ টেস্টের সবগুলোই শেষ হয়েছে চার দিনের মধ্যে।
ম্যাচের চতুর্থ দিনে ৩ উইকেটে ১৪১ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৭৯ রান করে আউট হন সাদমান ইসলাম। মুমিনুল ইসলাম সেঞ্চুরির আরও কাছে গিয়ে ৮৭ রানে থামেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম এবার অপরাজিত থাকেন ৫৩ রানে। শততম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি ও ফিফটি করা মাত্র দ্বিতীয় ক্রিকেটার তিনি। প্রথমজন রিকি পন্টিং।
পরে বিশাল লক্ষ্যে হ্যারি টেক্টর ফিফটি করলেও তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি আয়ারল্যান্ড। ৬ উইকেটের মধ্যে ৩টি নিয়ে তাইজুলের নামের পাশে এখন ২৪৯ উইকেট।
বিডি-প্রতিদিন/আশফাক